রাতে আটক, ভোরে মিলল নারীর ঝুলন্ত মরদেহ
কুমিল্লার হোমনা থানা হাজতে ববিতা খাতুন নামে এক নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়। জানা গেছে, কুমিল্লার হোমনা উপজেলা আসাদপুর ইউনিয়ন ঘনিয়ারচর গ্রামের প্রবাসী স্বামী খলিল মিয়ার দুই স্ত্রী। তাদের (সতীন) মধ্যে বুধবার ঝগড়া হয়। এক পর্যায়ে ছোট সতীনের ছুরিকাঘাতে বড় সতীন কোহিনুর ও তার ১২ বছরের ছেলে সায়মন গুরুতর আহত হয়। আরও জানা গেছে, স্থানীয়রা তাদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আহত মা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় হোমনা থানা পুলিশ ছোট স্ত্রী ববিতা খাতুনকে আটক করে। বৃহস্পতিবার ভোরে তিনি আত্মহত্যা করেন। হোমনা সার্কেল এএসপি করিম ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে কালবেলাকে বলেন, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৫টায় আত্মহত্যার ঘটনা ঘটে। ঘটনার পর তদন্ত চলছে।
কুমিল্লার হোমনা থানা হাজতে ববিতা খাতুন নামে এক নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।
এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়।
জানা গেছে, কুমিল্লার হোমনা উপজেলা আসাদপুর ইউনিয়ন ঘনিয়ারচর গ্রামের প্রবাসী স্বামী খলিল মিয়ার দুই স্ত্রী। তাদের (সতীন) মধ্যে বুধবার ঝগড়া হয়। এক পর্যায়ে ছোট সতীনের ছুরিকাঘাতে বড় সতীন কোহিনুর ও তার ১২ বছরের ছেলে সায়মন গুরুতর আহত হয়।
আরও জানা গেছে, স্থানীয়রা তাদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আহত মা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় হোমনা থানা পুলিশ ছোট স্ত্রী ববিতা খাতুনকে আটক করে। বৃহস্পতিবার ভোরে তিনি আত্মহত্যা করেন।
হোমনা সার্কেল এএসপি করিম ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে কালবেলাকে বলেন, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৫টায় আত্মহত্যার ঘটনা ঘটে। ঘটনার পর তদন্ত চলছে।
What's Your Reaction?