রাতে এভারকেয়ারে গেলেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে তারা হাসপাতালে পৌঁছান। এর আগে গত বৃহস্পতিবার লন্ডন থেকে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। এরপর গত শনিবার থেকে তিনি নিয়মিত মাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন। সোমবার সকাল, বিকেল ও রাতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া আজ হাসপাতালে গিয়েছেন খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান। পরে রাত ১০টা ২৩ মিনিটে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উল্লেখ্য, ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে তারা হাসপাতালে পৌঁছান।
এর আগে গত বৃহস্পতিবার লন্ডন থেকে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। এরপর গত শনিবার থেকে তিনি নিয়মিত মাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন।
সোমবার সকাল, বিকেল ও রাতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া আজ হাসপাতালে গিয়েছেন খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান। পরে রাত ১০টা ২৩ মিনিটে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।
খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা নিয়মিত করা হচ্ছে।
What's Your Reaction?