রাতে ফোন চার্জে রেখে ঘুমালে কি ফোনে আগুন লাগতে পারে?

প্রতিদিন ঘুমানোর আগে অনেকেই অভ্যাসবশত ফোন চার্জে বসিয়ে রাখেন। কিন্তু প্রশ্ন হলো, এই অভ্যাস কি ফোনের জন্য ক্ষতিকর? কিংবা ফোনে আগুন ধরে যাওয়ার মতো কোনো ঝুঁকি তৈরি করে? এ নিয়ে অনেকের মনে আতঙ্ক কাজ করে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে যেমন কিছু সত্য আছে, তেমনি অনেকটাই কেবল ভুল ধারণা। চলুন, জেনে নিই রাতে ফোন চার্জে রেখে ঘুমালে ফোনে আগুন লাগতে পারে কি না - আধুনিক স্মার্টফোনে ঝুঁকি কম বেশিভাগ নতুন স্মার্টফোনেই এমন সিস্টেম থাকে, যা ফোন শতভাগ চার্জ হয়ে গেলে নিজে থেকেই চার্জিং বন্ধ করে দেয়। ফলে ব্যাটারি ‘ওভারলোড’ হওয়ার আশঙ্কা থাকে না। যেমন আইফোনে আইওএস ১৩ থেকে চালু হয়েছে ‘অপটিমাইজড ব্যাটারি চার্জিং’ ফিচার, যা দীর্ঘ সময় চার্জারে যুক্ত থাকলে ৮০ শতাংশ চার্জ হওয়ার পর থেমে যায়। এতে ব্যাটারির ক্ষতি বা আগুন লাগার ঝুঁকি তৈরি হয় না। পুরোনো ফোনে সমস্যা হতে পারে পুরোনো মডেলের ফোনগুলোতে একবার ব্যাটারি শতভাগ হলে আবার চার্জ কমে গেলে পুনরায় চার্জ নিতে শুরু করে। এভাবে দীর্ঘদিন চলতে থাকলে ব্যাটারির আয়ু কমতে পারে। যদিও আধুনিক ফোনে সেটিও নিয়ন্ত্রণে থাকে, তারপরও ফোন চার্জে রেখে নিশ্চিন্তে ঘুমানো নিরাপদ নয়

রাতে ফোন চার্জে রেখে ঘুমালে কি ফোনে আগুন লাগতে পারে?
প্রতিদিন ঘুমানোর আগে অনেকেই অভ্যাসবশত ফোন চার্জে বসিয়ে রাখেন। কিন্তু প্রশ্ন হলো, এই অভ্যাস কি ফোনের জন্য ক্ষতিকর? কিংবা ফোনে আগুন ধরে যাওয়ার মতো কোনো ঝুঁকি তৈরি করে? এ নিয়ে অনেকের মনে আতঙ্ক কাজ করে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে যেমন কিছু সত্য আছে, তেমনি অনেকটাই কেবল ভুল ধারণা। চলুন, জেনে নিই রাতে ফোন চার্জে রেখে ঘুমালে ফোনে আগুন লাগতে পারে কি না - আধুনিক স্মার্টফোনে ঝুঁকি কম বেশিভাগ নতুন স্মার্টফোনেই এমন সিস্টেম থাকে, যা ফোন শতভাগ চার্জ হয়ে গেলে নিজে থেকেই চার্জিং বন্ধ করে দেয়। ফলে ব্যাটারি ‘ওভারলোড’ হওয়ার আশঙ্কা থাকে না। যেমন আইফোনে আইওএস ১৩ থেকে চালু হয়েছে ‘অপটিমাইজড ব্যাটারি চার্জিং’ ফিচার, যা দীর্ঘ সময় চার্জারে যুক্ত থাকলে ৮০ শতাংশ চার্জ হওয়ার পর থেমে যায়। এতে ব্যাটারির ক্ষতি বা আগুন লাগার ঝুঁকি তৈরি হয় না। পুরোনো ফোনে সমস্যা হতে পারে পুরোনো মডেলের ফোনগুলোতে একবার ব্যাটারি শতভাগ হলে আবার চার্জ কমে গেলে পুনরায় চার্জ নিতে শুরু করে। এভাবে দীর্ঘদিন চলতে থাকলে ব্যাটারির আয়ু কমতে পারে। যদিও আধুনিক ফোনে সেটিও নিয়ন্ত্রণে থাকে, তারপরও ফোন চার্জে রেখে নিশ্চিন্তে ঘুমানো নিরাপদ নয়। কারণ চার্জিং চলাকালে ফোন সামান্য তাপ উৎপন্ন করে। যদি ফোন মোটা কেসে ঢেকে রাখা হয় বা এর ওপর কোনো জিনিস রাখা থাকে, তবে অতিরিক্ত তাপ জমে ক্ষতির আশঙ্কা থাকে। ফোন নিরাপদে চার্জ দেওয়ার নিয়ম ১. ফোন চার্জে দেওয়ার সময় কেস খুলে রাখা ভালো। ২. চার্জিং চলাকালে ফোনের ওপর কিছু রাখা যাবে না, বিশেষ করে বালিশ বা বই নয়। ৩. ফোন চার্জ করার সময় ধাতব বা সেরামিক প্লেটের ওপর রাখলে তাপ দ্রুত ছড়িয়ে যায়। ৪. চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার না করাই উত্তম। ৫. স্মার্ট প্লাগ ব্যবহার করলে নির্ধারিত সময় পর স্বয়ংক্রিয়ভাবে চার্জ বন্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। ভুয়া চার্জারের ঝুঁকি বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, নকল বা সস্তা চার্জার ব্যবহার করা বিপজ্জনক। বিশেষ করে আইফোনের ক্ষেত্রে অরিজিনাল চার্জার ব্যবহার না করলে সমস্যা তৈরি হতে পারে। যদিও এখনকার বেশিভাগ স্মার্টফোন ইউএসবি পাওয়ার ডেলিভারি সাপোর্ট করে, তারপরও মানসম্মত চার্জার ও ক্যাবল ব্যবহার করাই নিরাপদ। শেষ কথা মোবাইল ফোনের ব্যাটারি নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত। তবে আধুনিক প্রযুক্তির কারণে এখনকার ফোনগুলো অতিরিক্ত চার্জ হওয়ার আগেই থেমে যায়। ফলে রাতে চার্জে রাখা ভয়ঙ্কর ক্ষতির কারণ নয়। তারপরও কিছু সাবধানতা মানতে হবে- যেমন অতিরিক্ত গরম এড়ানো, ভুয়া চার্জার ব্যবহার না করা এবং ফোনকে বালিশের নিচে না রাখা। বিশেষজ্ঞদের দাবি, সঠিক অভ্যাসে চার্জ দিলে আপনার ফোন দীর্ঘদিন ভালো থাকবে। তাই গুজবে কান না দিয়ে প্রযুক্তির নির্দেশনাতে ডিভাইস ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। সূত্র : পিসিম্যাক

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow