রাতে মাঠে নামছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ, একাদশে আছেন কারা

2 months ago 6

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ সময় আজ বুধবার রাত ৮টায় মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে হতে যাওয়া এই টেস্টের একাদশ আগেভাগেই ঘোষণা করেছে দুই দল।

এই ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের লাল বলের ক্রিকেটে অভিষেক হবে ব্র্যান্ডন কিংয়ের। সম্প্রতি সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি।

২০২১ সালের পর প্রথমবার টেস্ট দলে ফিরেছেন শাই হোপ। তিনি থাকবেন উইকেটকিপার হিসেবে, ব্যাট করবেন ছয় নম্বরে। এছাড়া জন ক্যাম্পবেলও ফিরেছেন ওপেনার হিসেবে।

ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে থাকছেন শামার জোসেফ, আলজারি জোসেফ ও জেডেন সিলস। স্পিন বিভাগে আছেন জোমেল ওয়ারিকান, আর অলরাউন্ডার হিসেবে খেলবেন জাস্টিন গ্রিভস।

নতুন অধিনায়ক রস্টন চেজের নেতৃত্বে এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ক্যারিবীয়দের নতুন চক্র।

চেজ বলেন, আমরা আরও একটু উদ্দীপনা ও ক্যারিবীয় স্টাইল নিয়ে খেলতে চাই। আমাদের লক্ষ্য ক্যারিবীয় জনগণের গর্ব হয়ে ওঠা। আমি শুধু বলবো, সমর্থকরা যেন পুরো সিরিজে আমাদের পাশে থাকেন।

অন্যদিকে ইনজুরিতে থাকা স্টিভ স্মিথ ও বাদ পড়া মারনাস লাবুশেনের পরিবর্তে অস্ট্রেলিয়ার একাদশে ফিরেছেন স্যাম কনস্টাস ও জশ ইংলিস।

অধিনায়ক প্যাট কামিন্স সিরিজ শুরুর আগেই ব্যাটিং অর্ডার নিশ্চিত করেছেন। তরুণ ব্যাটার স্যাম কনস্টাস ইনিংস ওপেন করবেন উসমান খাজার সঙ্গে। তিন নম্বরে থাকবেন ক্যামেরন গ্রিন। স্মিথের জায়গায় অর্থাৎ চার নম্বরে থাকবেন ইংলিস। তার পরেই ব্যাট করবেন ট্র্যাভিস হেড ও বিউ ওয়েবস্টার।

অ্যালেক্স ক্যারে থাকবেন উইকেটরক্ষক হিসেবে। বোলিং ইউনিটে থাকছে সেই সর্বশেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একাদশের কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, ব্র্যান্ডন কিং, রস্টন চেজ (অধিনায়ক), শাই হোপ (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, জোমেল ওয়ারিকান, আলজারি জোসেফ, শামার জোসেফ, জেডেন সিলস।

অস্ট্রেলিয়া একাদশ

উসমান খাজা, স্যাম কনস্টাস, ক্যামেরন গ্রিন, জোশ ইংলিস, ট্র্যাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড।

এমএইচ/

Read Entire Article