রাতে শাহবাগে বাড়ছে মানুষ, চলছে স্লোগান-কবিতা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলন করছেন শিক্ষার্থী-জনতা। এদিকে রাত বাড়ার সঙ্গে বাড়ছে মানুষও। সারারাত আন্দোলনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসছেন অনেকে। এদিকে শীত নিবারণে আন্দোলনকারীদের মাঝে কম্বল বিতরণ করতেও দেখা গেছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে বেশ কয়েকজন নারীকেও দেখা গেছে। সন্ধ্যার তুলনায় শাহবাগে মানুষের উপস্থিতি বেড়েছে। জাতীয় পতাকা হাতে নিয়ে নানা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন তারা। আন্দোলনকারীরা বলছেন, ‌‘হাদি মানে আজাদি, হাদি মানে ইনসাফ’ ‘এক হাদির রক্ত থেকে, লক্ষ হাদি জন্ম নেবে’ ‘তুমি কে আমি কে হাদি হাদি’ ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ ‘আপস না হাদি, হাদি’ ‘আওয়ামী লীগের চামড়া, তুলে নেব আমরা’ ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’। শাহবাগে অবস্থানকারী রাজধানীর হাতিরপুলের বাসিন্দা জাহেদ হাসান জাগো নিউজকে বলেন, আমি কোনো রাজনীতি করি না। শুধু হাদি ভাইয়ের মৃত্যুর বিচার চাই। বিএনপি জামায়াতসহ সব রাজন

রাতে শাহবাগে বাড়ছে মানুষ, চলছে স্লোগান-কবিতা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলন করছেন শিক্ষার্থী-জনতা। এদিকে রাত বাড়ার সঙ্গে বাড়ছে মানুষও। সারারাত আন্দোলনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

ইনকিলাব মঞ্চের আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসছেন অনেকে। এদিকে শীত নিবারণে আন্দোলনকারীদের মাঝে কম্বল বিতরণ করতেও দেখা গেছে।

শুক্রবার রাত সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে বেশ কয়েকজন নারীকেও দেখা গেছে। সন্ধ্যার তুলনায় শাহবাগে মানুষের উপস্থিতি বেড়েছে। জাতীয় পতাকা হাতে নিয়ে নানা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন তারা।

আন্দোলনকারীরা বলছেন, ‌‘হাদি মানে আজাদি, হাদি মানে ইনসাফ’ ‘এক হাদির রক্ত থেকে, লক্ষ হাদি জন্ম নেবে’ ‘তুমি কে আমি কে হাদি হাদি’ ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ ‘আপস না হাদি, হাদি’ ‘আওয়ামী লীগের চামড়া, তুলে নেব আমরা’ ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’।

শাহবাগে অবস্থানকারী রাজধানীর হাতিরপুলের বাসিন্দা জাহেদ হাসান জাগো নিউজকে বলেন, আমি কোনো রাজনীতি করি না। শুধু হাদি ভাইয়ের মৃত্যুর বিচার চাই। বিএনপি জামায়াতসহ সব রাজনৈতিক দল এখনো চুপ। কেউ কোনো কর্মসূচি দিচ্ছে না, হাদি হত্যার বিচারের জন্য। কষ্ট হলেও থাকব।

জানা গেছে, শরিফ ওসমান হাদি হত্যায় খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে দুপুর ২টা থেকে শুরু হয় আন্দোলন। রাতভর শাহবাগে অবস্থান করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। এরপর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

আরএএস/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow