রাতে স্থানীয়দের হুমকি, সকালে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

3 months ago 38

মানিকগঞ্জে শাকিল আহমেদ (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি দক্ষিণ জামশা গ্রামের নাসিরুদ্দিন আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফেসবুকে নিজের আইডিতে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সোমবার রাতে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকার মানুষ শাকিলের বাড়ি গিয়ে তাকে ও তার পরিবারকে হুমকি দেয়। এরপর রাত ২টার দিকে বাড়িতে ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাকিল।

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, সকালে বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

মো. সজল আলী/জেডএইচ/এমএস

Read Entire Article