ফরিদপুরের সদরপুরে রাতের আঁধারে খালের ওপর সরকারি প্রকল্পের রাস্তা নির্মাণ করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কাউসার। ফলে খালটির স্বাভাবিক পানি প্রবাহের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এভাবে খাল ওপর দিয়ে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলার ভাষানচর ইউনিয়নের ওহেদ মোল্যার ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৭ জুন) রাতের আঁধারে একটি এস্কেভেটর (ভেকু) ব্যবহার করে খালের পানি প্রবাহের পথ বন্ধ করে মাটি ফেলে রাস্তা তৈরি করা হয়। তবে কোন প্রকল্প, কত টাকার কাজ সে তথ্য জানা যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, খাল বন্ধ করে রাস্তা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি চলাচল বন্ধ হয়ে গেছে। যার কারণে জলাবদ্ধতা ও পরিবেশগত সমস্যা দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এভাবে খালের ওপর দিয়ে রাস্তা নির্মাণ করে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হলে এলাকায় কৃষিকাজ, পানি নিষ্কাশন এবং জীববৈচিত্র্যে প্রভাব পড়বে। রাস্তা অপসারণ করে খালের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানান তারা।
এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার শহিদ ভাইয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউসার জাগো নিউজকে বলেন, এটি ব্যক্তিগত কোনো রাস্তা নয়। সরকারি প্রকল্পের রাস্তা। মানুষের চলাচলের সুবিধার্থে খালের ওপর রাস্তাটি সাময়িক সময়ের জন্য করা হয়েছে। এখানে একটি ব্রিজের প্রস্তাব দেওয়া হয়েছে। ব্রিজ নির্মাণের পর রাস্তা অপসারণ করা হবে। এটা কোনো প্রকল্প নয়। ওখানে মানুষ চলাচলের জন্য বাঁশের সাঁকোর পরিবর্তে স্থানীয় শহিদ মেম্বার কিছু মাটি দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুনাহার জাগো নিউজকে বলেন, খালের প্রবাহ বন্ধ করে খালের ওপর দিয়ে রাস্তা নির্মাণের বিষয়টি আমার জানা নেই। তবে আমি যোগদানের কয়েক বছর আগে খালটি ভরাট করা ছিল। খালের ওই স্থানে একটি ব্রিজের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কোন প্রকল্পের আওতায় রাস্তাটি নির্মাণ করা হচ্ছে সেটাও জানি না।
এন কে বি নয়ন/এফএ/জেআইএম