ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে এক কৃষকের দুই হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর গ্রামের কৃষক ইদ্রিস আলীর ড্রাগন বাগানের এসব গাছ কেটে দেয় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী কৃষক ইদ্রিস আলী মালাধরপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে ড্রাগন বাগানে গিয়ে তিনি গাছগুলো কাটা দেখতে পান।
ইদ্রিস আলীর অভিযোগ, মামলা তুলে না দেওয়ায় আজমপুর গ্রামের মজিবর রহমান (৭৫), তার ছেলে আলামিন হোসেন (৩৫) ও ইয়ামিন (৩৭) তার সব গাছ কেটে দিয়েছেন। তিনি এ ঘটনার বিচার চান।
তিনি বলেন, ‘গত বছরের ১৪ নভেম্বর মজিবর ও তার ছেলেরা আমার বাগান কেটে দিয়েছিল। ওই ঘটনায় আমি মামলা করেছিলাম। মামলা তুলে নিতে হুমকি দিচ্ছিলেন আলামিন।’
তবে অভিযোগ অস্বীকার করে আলামিন হোসেন বলেন, ‘আমি একজন চায়ের দোকানদার। আমি কেন আরেকজনের বাগানের গাছ কাটতে যাবো? সালিশ না মেনে ইদ্রিস আলী আমাদের ফাঁসাতে নানা রকম ফন্দি করে বেড়াচ্ছেন।’
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ করেছেন। ঘটনাস্থলে বিট পুলিশের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসআর/এমএস