রাতের বেলা গায়েবি নোটিশ আসে : সাদিক কায়েম

6 hours ago 6
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে রাতের বেলা ‘গায়েবি নোটিশ’ জারি করার অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। তার দাবি, প্রশাসন একটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিতেই এসব নোটিশ দিচ্ছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।  সাদিক কায়েম বলেন, আমরা প্রতিটি সংবাদ সম্মেলন ভিন্ন ভিন্ন স্থানে করার চেষ্টা করেছি। রেজিস্ট্রার ভবন নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। তাই এখানে এসে সমস্যাগুলো তুলে ধরতে চেয়েছি। আমরা নির্বাচিত হলে এ জায়গার লাল ফিতার দৌরাত্ম্য কমানো হবে, পুরো প্রক্রিয়া আধুনিকায়ন করে অনলাইনে রূপান্তরিত করা হবে এবং শিক্ষার্থীদের পার্ট-টাইম কাজের সুযোগ সৃষ্টি করা হবে। তিনি নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন, শুরু থেকেই তারা একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিয়ে আসছে। তাদের কথামতো রাত-বিরাতে নোটিশ জারি করছে। এতে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। একই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, ডাকসুর কিছু নির্দিষ্ট নীতিমালা ছিল। কিন্তু এখন একটি দল যা করছে সেটাই নীতিমালা হিসেবে ধরা হচ্ছে। আমরা পোস্টার লাগানোর আগে নির্বাচন কমিশনের অনুমতি নিয়েছি। সবুজ সংকেত পাওয়ার পরই পোস্টার লাগিয়েছি। অথচ হঠাৎ করেই এগুলো খুলে ফেলা হচ্ছে। এতে বোঝা যায় কোনো নিয়মকানুনের তোয়াক্কা করা হচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, এখন প্রশাসনের কাছে রাতের বেলা গায়েবি ওহি নাজিল হয়। আমরা আশঙ্কা করছি, ভোটের ফলাফলের সময়ও এমন গায়েবি ওহি নাজিল হতে পারে।
Read Entire Article