রানটা ১৬০-১৭০ হলে ভালো হতো: শান্ত

3 months ago 40

বলতে গেলে বাঁচামরার ম্যাচ ছিল। কিন্তু বাংলাদেশ লড়াইটাও করতে পারলো না। ভারতের কাছে ৫০ রানের বড় হারে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেলো নাজমুল হোসেন শান্তর দলের।

এই ম্যাচ হারের পেছনে দায় কার, বোলার নাকি ব্যাটারদের? বাংলাদেশ আসলে কোনোটাই ভালো করতে পারেনি। অধিনায়কও মেনে নিলেন সেটা।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘আমার মনে হয় আমরা ভাবছিলাম (ভারতের) ১৬০-১৭০ রানের কথা। তেমন হলে ভালো হতো। কিন্তু যেভাবে তারা ব্যাটিং করছে, কৃতিত্ব তাদের দিতে হবে।’

বাংলাদেশ কি ক্যারিবীয় কন্ডিশনে মানিয়ে নিতে পারেনি? শান্ত তেমনটা মনে করেন না। তার কথা, ‘খেলোয়াড়রা এই ধরনের কন্ডিশনে (এবং বাতাসে) খেলে অভ্যস্ত। আমি মনে করি না এটা বড় কোনো ইস্যু। আমাদের আজ অনেক ব্যাটিং অপশন ছিল, কিন্তু যেমনটা মানসিকতা দেখানো দরকার পারিনি।’

শান্ত আজ রান পেয়েছেন। ৩২ বলে করেছেন ৪০ রান। যদিও ১৯৭ রানের বড় লক্ষ্য তাড়ায় এটা যথেষ্ট ছিল না।

নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘আমি প্রতি ম্যাচেই দলের জন্য অবদান রাখার চেষ্টা করি। তবে আমাকে শেষ করে আসার চেষ্টা করতে হবে।’

দুই বোলার তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসেনের আলাদা প্রশংসা করেছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তানজিম সাকিব এই টুর্নামেন্টে দারুণ করেছে। আমার বলতে হবে রিশাদের কথাও। আমরা দীর্ঘদিন একজন লেগস্পিনার খুঁজছিলাম, তাকে পেয়ে আমরা খুশি।’

এমএমআর/

Read Entire Article