রাফসান-জেফারের ছবিতে সাফার আবেগঘন মন্তব্য

আগে থেকেই গুঞ্জন ছিল দেশের জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং আলোচিত সংগীতশিল্পী জেফার রহমানের প্রেমের বিষয়টি। তবে এবার তাদের সেই ওপেন সিক্রেট প্রেম অবশেষে পেল বৈবাহিক স্বীকৃতি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর প্রকাশ্যে আসতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। তারকাদের শুভেচ্ছার ভিড়ে বিশেষভাবে নজর কাড়ে অভিনেত্রী সাফা কবিরের আবেগঘন মন্তব্য,যা ভালোবাসা, বন্ধন আর নতুন শুরুর গল্পে নতুন মাত্রা যোগ করেছে। রাফসান-জেফারের বিয়ে হওয়াতে নিজের খুশি যেন ধরে রাখতে পারছিলেন না সাফা।  নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে রাফসান-জেফারের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘দৃশ্যটি কী যে চমৎকার! আমি চোখ ফেরাতে পারছি না। আনন্দে আমার বুক ভরে উঠছে, চোখ যেন খুশির অশ্রুতে ভরে উঠেছে। এই দুই সুন্দর মানুষ যখন এক হতে যাচ্ছে, সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকুক। আল্লাহ আপনাদের জীবন সীমাহীন ভালোবাসা আর নিয়ামতে ভরিয়ে দিন।’ উল্লেখ্য, রাফসান সাবাব দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় সব ইভেন্ট এবং শো উপস্থাপনা করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, জেফার রহমান তার গায়কী এবং ফ্যাশন সেন্স দিয়ে জয় করেছেন তরুণ প্রজন্মে

রাফসান-জেফারের ছবিতে সাফার আবেগঘন মন্তব্য
আগে থেকেই গুঞ্জন ছিল দেশের জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং আলোচিত সংগীতশিল্পী জেফার রহমানের প্রেমের বিষয়টি। তবে এবার তাদের সেই ওপেন সিক্রেট প্রেম অবশেষে পেল বৈবাহিক স্বীকৃতি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর প্রকাশ্যে আসতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। তারকাদের শুভেচ্ছার ভিড়ে বিশেষভাবে নজর কাড়ে অভিনেত্রী সাফা কবিরের আবেগঘন মন্তব্য,যা ভালোবাসা, বন্ধন আর নতুন শুরুর গল্পে নতুন মাত্রা যোগ করেছে। রাফসান-জেফারের বিয়ে হওয়াতে নিজের খুশি যেন ধরে রাখতে পারছিলেন না সাফা।  নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে রাফসান-জেফারের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘দৃশ্যটি কী যে চমৎকার! আমি চোখ ফেরাতে পারছি না। আনন্দে আমার বুক ভরে উঠছে, চোখ যেন খুশির অশ্রুতে ভরে উঠেছে। এই দুই সুন্দর মানুষ যখন এক হতে যাচ্ছে, সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকুক। আল্লাহ আপনাদের জীবন সীমাহীন ভালোবাসা আর নিয়ামতে ভরিয়ে দিন।’ উল্লেখ্য, রাফসান সাবাব দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় সব ইভেন্ট এবং শো উপস্থাপনা করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, জেফার রহমান তার গায়কী এবং ফ্যাশন সেন্স দিয়ে জয় করেছেন তরুণ প্রজন্মের মন। দুই ভুবনের দুই সফল মানুষের এই নতুন পথচলা বিনোদন জগতে এক নতুন মাত্রা যোগ করল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow