রাবারের কষ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে প্রাণ গেল শ্রমিকের
কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলার নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে আব্দুল হক (৪৫) নামের এক রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ভোর পাঁচটার দিকে সোনাইছড়ির নতুন পাড়া পাইয়াঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক বাইশারী ইউনিয়নের বাসনপাড়া এলাকার মিনাজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি রাবার বাগানের শ্রমিক। স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সকালে রাবারের কষ সংগ্রহ করতে গিয়ে দুই–তিনটি বন্য হাতির মুখোমুখি পড়ে যান আব্দুল হক। দৌড়ে পালানোর চেষ্টা করলে হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, ‘বন্য হাতির আক্রমণে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলছে।’### শাহীন মাহমুদ রাসেল কক্সবাজার-০১৮১৯৯৯১২৯৯
কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলার নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে আব্দুল হক (৪৫) নামের এক রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) ভোর পাঁচটার দিকে সোনাইছড়ির নতুন পাড়া পাইয়াঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হক বাইশারী ইউনিয়নের বাসনপাড়া এলাকার মিনাজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি রাবার বাগানের শ্রমিক।
স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সকালে রাবারের কষ সংগ্রহ করতে গিয়ে দুই–তিনটি বন্য হাতির মুখোমুখি পড়ে যান আব্দুল হক। দৌড়ে পালানোর চেষ্টা করলে হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, ‘বন্য হাতির আক্রমণে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলছে।’###
শাহীন মাহমুদ রাসেল কক্সবাজার-০১৮১৯৯৯১২৯৯
What's Your Reaction?