রাবি উপাচার্যের পাকিস্তান সফর বাতিল

2 months ago 50

উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে একাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের। কিন্তু ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনায় নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে সফরটি বাতিল করা হয়েছে। 

সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন।

একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাদের সফরটি বাতিল করেছেন।

এ বিষয়ে রাবি উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব বলেন, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩ ভাইস চ্যান্সেলর পাকিস্তান যাওয়ার কথা ছিল। আমাদের ফ্লাইটটি ছিল মধ্যপ্রাচ্য দিয়ে। বর্তমানে যেহেতু মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ চলছে- একটা অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই নিরাপত্তাজনিত কারণে আমরা এ রুটে ফ্লাইটে ট্রাভেল করিনি। একইসঙ্গে আমাদের পাবলিক ইউনিভার্সিটির ২ চ্যান্সেলরও কেউ যায়নি। 

উল্লেখ্য, পাকিস্তানে ইসলামি সম্মেলন সংস্থার বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সংস্থার আমন্ত্রণে ৭ দিনের সফরে যাওয়ার কথা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবসহ বাংলাদেশের ২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের।

Read Entire Article