কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে কাজলা গেট এলাকায় বিজিবি দেখা গেছে।
রাজশাহী-১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কোটা আন্দোলনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন কোটা আন্দোলনকারীরা।
সাখাওয়াত হোসেন/জেডএইচ/জেআইএম