রাবিতে কনসার্ট বাতিল করল আর্টসেল, নেপথ্যে ছাত্রলীগের হুমকি?
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ : মুক্তির উৎসব’ কনসার্ট আয়োজন নিয়ে নিষিদ্ধ রাবি শাখা ছাত্রলীগ নেতার আপত্তি ও সতর্কবার্তার পর শেষ মুহূর্তে অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছে জনপ্রিয় মিউজিক ব্যান্ড আর্টসেল। এ নিয়ে ক্যাম্পাসজুড়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
স্থগিত হওয়া ‘জুলাই ৩৬ : মুক্তির উৎসব’ শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। কাসিদা, সি ওয়েভস, আর্ক ব্যান্ড এবং ক্যাম্পাস বাউলিয়ানা আজকের অনুষ্ঠানে পারফর্ম করবে বলে জানিয়েছে আয়োজক কমিটির সদস্য সালাউদ্দীন আম্মার।
এর আগে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) শাখা ছাত্রলীগ নেতা আসাদুল্লাহ হিল গালিবের পাঠানো একটি ই-মেইলের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে তিনি উল্লেখ করেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যার দিনটি জাতি শোক ও শ্রদ্ধার সঙ্গে পালন করে, কোনো উৎসবের মাধ্যমে নয়। অথচ ওই দিনে ‘৩৬ জুলাই মুক্তির উৎসব’ শিরোনামে কনসার্ট আয়োজন জাতীয় শোক দিবসের প্রতি অবমাননা এবং বঙ্গবন্ধুর প্রতি ঔদ্ধত্য প্রদর্শন বলে মন্তব্য করেন তিনি।
ই-মেইলে গালিব হুঁশিয়ারি দিয়ে লিখেন, অনুষ্ঠান বাতিল না হলে এর সামাজিক ও সাংগঠনিক প্রতিক্রিয়া তীব্র হবে এবং তা আয়োজকদের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। ‘বঙ্গবন্ধুর সৈনিকরা’ এ ধরনের অসম্মানের জবাব রাজপথেই দেয়।
এই হুঁশিয়ারির পর বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১টার দিকে আর্টসেল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানায়, ‘অনিবার্য কারণে আমরা ১৫ আগস্টের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনসার্টে অংশগ্রহণ করছি না।’
এরপর ছাত্রলীগ নেতা গালিব আর্টসেলের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়ে নিজের ফেসবুকে লেখেন, ‘আপনাদের পদক্ষেপ জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাবোধের পরিচায়ক।’
এ বিষয়ে মুক্তির উৎসব আয়োজক কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তার ফেসবুক টাইমলাইনে লিখেন, ‘কোনো আলাপ ছাড়াই তারা প্রোগ্রাম বাতিলের পোস্ট দিয়েছে। তাদের সঙ্গে আলাপ করেই দ্বিতীয় তারিখ দেওয়া হয়েছিল। অবশ্যই আর্টসেলকে পুরো আয়োজনের ক্ষতিপূরণ দিতে হবে।’
তিনি আরও লিখেন, ‘আয়োজন হবে বলেছি আয়োজন হবে। আর্টসেল অপেশাদারিত্ব দেখিয়ে ক্যান্সেল করায় প্রতিবাদে আমাদের পাশে দাঁড়িয়েছে জনপ্রিয় দুটি ব্যান্ড। আর্টসেল না এলেও অনুষ্ঠান চলবে।’
উল্লেখ্য, অনুষ্ঠানটি গত ৫ আগস্ট হওয়ার কথা ছিল। তবে উপাচার্যের সুপারিশ করা সাবেক সমন্বয়কের ৭৬ লাখ টাকার চিঠি ফাঁস হয়ে সমালোচনার মুখে পড়লে তা স্থগিত করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আম্মার ঘোষণা দেন, শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।