রাবিতে নতুন ধারার ছাত্র রাজনীতি চায় ছাত্রদল, সংস্কারে রূপরেখা চায় শিবির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র রাজনীতি সংস্কার প্রস্তাবে ছাত্র নেতৃবৃন্দের বোঝাপড়া শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। এতে ক্যাম্পাসে নতুন ধারার ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকতে চায় ছাত্রদল। এদিকে, ছাত্র রাজনীতি সংস্কারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দিষ্ট রূপরেখা দাবি করেছে শিবির। শনিবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় এসব কথা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ খান বলেন, সংস্কারের আগে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকাবে কি না, সেটা নিয়ে প্রশ্ন তোলা উচিত। কেননা দেশজুড়ে শিক্ষার্থীদের প্রশ্ন এখন এটাই। লেজুড়বৃত্তিক ছাত্র