রাবিতে শুরু হচ্ছে ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা

1 day ago 5

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হচ্ছে আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি) আয়োজিত তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় ড. এম এ ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনের ৪০৭ নম্বর রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানা তারা। ১৫ শতাধিক শিক্ষার্থী এ মেলায় অংশ নিবেন বলে জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) ও এর সামনের মাঠসহ মোট সাতটি ভেন্যুতে ৮ম বারের মতো এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ফিয়েস্টার ইভেন্টের মধ্যে একক অংশগ্রহণে থাকবে সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন, সায়েন্টিফিক স্পিস কম্পিটিশন, রুবিক্স কিউব কম্পিটিশন, কেইস সলভিং এবং ফটোগ্রাফি কনটেস্ট। দলীয় অংশগ্রহণে থাকবে মোবাইল অ্যাপ আইডিয়া কম্পিটিশন, প্রোজেক্ট শো কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, ওয়াল ম্যাগাজিন (দেয়ালিকা) এবং এআই-বেসড বিজনেস আইডিয়া কম্পিটিশন। এছাড়া থাকবে সায়েন্টিফিক ডিবেট।

১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় টিএসসিসিতে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. মাঈন উদ্দিন খান (প্রশাসন) ও অধ্যাপক মোহা ফরিদ উদ্দিন খান (শিক্ষা) এবং রাবি সায়েন্স ক্লাবের উপদেষ্টামণ্ডলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্লাবের সভাপতি মাসুদ।

২০১৬ সালে শুরু হওয়া এই সায়েন্স ফিয়েস্টা বর্তমানে বিজ্ঞানপ্রেমীদের জন্য অন্যতম জনপ্রিয় এবং প্রতীক্ষিত আয়োজন। প্রতিবছর রাজশাহী এবং রাজশাহীর বাহিরের অঞ্চল থেকে হাজারো শিক্ষার্থী এবং তরুণ গবেষকরা জনপ্রিয় এই সায়েন্স ফিয়েস্টায় অংশগ্রহণ করেন। তিন দিনের এই আয়োজনে থাকবে ১৩টি ভিন্ন ভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতাসহ আরো অন্যান্য কর্মসূচি।

মনির হোসেন মাহিন/আরএইচ/এমএস

Read Entire Article