রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অবস্থান কর্মসূচি

1 month ago 19

কোটা আন্দোলনে নিহত, শিক্ষার্থীদের নিপীড়ন ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থি সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফজলুল হক বলেন, ‘আজ বিবেকের তারণায় আমাদের রাস্তায় নামতে হয়েছে। এখন আমাদের শ্রেণিকক্ষে ক্লাস নেওয়ার কথা কিন্তু এখন শিক্ষার্থীদের রক্তের দাম নিয়ে কথা বলতে হচ্ছে। স্বাধীনতার এত বছর পর ২০২৪ সালে রক্তক্ষয়ী সংঘর্ষে আমার সন্তানতুল্য শিক্ষার্থীরা রক্ত দিয়েছে। এর প্রতিবাদে আমরা এখানে অবস্থান নিয়েছি।’

রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অবস্থান কর্মসূচি

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আমীরুল ইসলাম ইসলামের সঞ্চালনায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুনুর রশীদ বলেন, ‘এই জেনারেশন দমাবার নয়। দাবিয়ে রাখতে পারবেন না। তারা ন্যায়সঙ্গত এবং যৌক্তিক দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে।’

মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক বলেন, ‘আমরা এতদিন চুপ ছিলাম কিন্তু এখন মৌনতা ভেঙে মাঠে নামতে হয়েছে। ডামি সরকারপ্রধানের অপবিত্র হাত ছাত্রদের পবিত্র রক্তে রঞ্জিত হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে এটি কোনোভাবেই কাম্য না। এরপর যদি কোনো ছাত্রের গায়ে গুলি চলে, তাহলে সব পেশাজীবী মানুষ মাঠে নামবে।’

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, আইবিএ অধ্যাপক ড. হাসানাত আলি, ড. কুদরত-ই-জাহান, আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ প্রমুখ।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অন্তত ৮০ শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।

মনির হোসেন মাহিন/এসআর/জিকেএস

Read Entire Article