রামনবমী উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা

2 days ago 9

রামচন্দ্রের আবির্ভাব তিথি রামনবমী উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। রোববার (৬ এপ্রিল) ঢাকার রাম সীতা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে দয়াগঞ্জ মোড় ঘুরে জয়কালী মন্দির মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় সহস্রাধিক রামভক্ত অংশ নেন।

শোভাযাত্রা শুরুর আগে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি দীনবন্ধু রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রেসিডিয়াম মেম্বার সুজন দে, মহিলা বিষয়ক সম্পাদক প্রতীভা বাকচী, ছাত্র মহাজোটের সভাপতি সজিব কুন্ডু তপু প্রমুখ।

আলোচনায় গোবিন্দ চন্দ্র প্রামানিক বলেন, প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য ও প্রজার প্রতি রাজার ন্যায়পরায়ণতার শিক্ষা আমরা রামায়ন থেকে পাই। বর্তমান সময়ে আমরা প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে ন্যায্যতা ও সমতা বজায় রেখে সুসস্পর্ক চাই।

আলোচনা আরও অংশ নেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি প্রদীপ কুমার পাল, যুগ্ম মহাসচিব বিশ্বনাথ মোহন্ত, প্রেম কুমার দাশ, তাপস বিশ্বাস, ছাত্র মহাজোটের সভাপতি সজিব কুন্ডু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলয় পাল আদর, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র তালুকদার, গণমাধ্যম বিষয়ক সম্পাদক শুভজিৎ চক্রবর্তী ও কেন্দ্রীয় নেতা পার্থ দাশসহ অনেকে।

এফএইচ/এমআইএইচএস

Read Entire Article