শুরুতেই আলোড়ন তুলেছে ভিকি কৌশল ও রাশমিকা মান্দানার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ছাবা’। ঐতিহাসিক গল্পের এ সিনেমার অগ্রীম টিকিট বুকিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে। বলিউড সূত্রে জানা গেছে, ৪৮ ঘণ্টার মধ্যেই ২ লাখ টিকিট বুক হয়ে গিয়েছে।
সিনেমার পর্দায় ইতিহাসের প্রেক্ষাপটে ভিকি, রাশমিকার রসায়ন দেখতে শুধুমাত্র পিভিআর, আইনক্সেই এত সংখ্যক আগাম টিকিট কেটেছেন দর্শকরা। এ থেকে বোঝা যাচ্ছে ‘ছাবা’ বক্স অফিসে ঝড় তুলবে।
ছত্রপতি সম্ভাজির জীবন নিয়ে বলিউডে তৈরি হয়েছে ‘ছাবা’সিনেমাটি। সম্ভাজির চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। কয়েকদিন আগে ‘ছাবা’সিমেনার ট্রেলার প্রকাশ্যে এসেছে। আর সেখানেই সম্ভাজির তেজোদীপ্ত চরিত্র নিয়ে পর্দায় ভিকির আগমন আরও একবার তার অভিনয় প্রতিভার ঝলক দেখিয়েছে। ট্রেলারে দেখা যায়, একা হাতে শত্রুদমনে দক্ষ সম্ভাজিরূপী ভিকি। এ সিনেমা মারাঠি পরিচালক লক্ষ্মণ উতেকারের স্বপ্নের চলচ্চিত্র। এমনই একটি সিনেমার কথা মনের ভেতর লালন করছিলেন তিনি।
সিনেমার পর্দায় সম্ভাজি হয়ে উঠতে ভিকি কৌশলকে ব্যাপক পরিশ্রম করতে হয়েছে। ব্যায়াম করে নিজের ওজন ১০০ কেজিতে এনেছেন। ঘোড়দৌড় থেকে লাঠিখেলা সবকিছু শিখে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন বীর সম্ভাজির চরিত্র। মারাঠি মহারাজের চরিত্রে ভিকি কৌশলকে দুর্ধর্ষ রূপে দেখা যাবে।
‘ছাবা’ আর মাত্র দুদিন পর অর্থাৎ, বিশ্বভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এ উপলক্ষ্যে ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে আগাম টিকিট বুকিংয়ের সংবাদ জানিয়েছেন ভিকি। ঐতিহাসিক সিনেমা নিয়ে তার মন্তব্য, ‘শুরু হয়েছে আগাম টিকিট বুকিং। সবার সঙ্গে দেখা হচ্ছে ১৪ ফেব্রুয়ারি।’
আরও পড়ুন:
ভিকির অনুরাগীরা অবশ্য সেটুকু অপেক্ষা করতেও পারছেন না। প্রথম দিনের প্রথম শো যাতে মিস না হয় সেজন্য আগাম টিকিট কেটে ফেলেছেন সবাই। ভিকি কৌশল-অক্ষয় খান্না-রাশমিকা মান্দানার সিনেমা দেখতে সিনেমাহলের বাইরে বিশাল লাইন দেখা যাবে এমনটাই আশা করছেন ‘ছাবা’ সংশ্লিষ্টরা।
এমএমএফ/এমএস