রাশমিকার মতো আপনিও পরুন সিল্কের একরঙা শাড়ি

1 month ago 16

একরঙা সিল্কের শাড়ি এক ট্রেন্ডিংয়ে। একরঙা সিল্কের শাড়ি পড়ে আপনি খুব সহজেই ক্লাসিক ও এলিগ্যান্ট লুক ক্রিয়েট করতে পারেন। বিশেষ অনুষ্ঠান বা উৎসবে এ ধরনের শাড়িতে স্টাইল করতে পারেন আপনিও।

রাশমিকার মতো আপনিও পরুন সিল্কের একরঙা শাড়ি

জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানারও পছন্দ এ ধরনের শাড়ি। একরঙা শাড়িতে তাকেও কিন্তু দুর্দান্ত দেখায়। তবে একরঙা শাড়িতে স্টাইল করার সময় কিছু বিষয় মাথায় রাখতে আপনি দুর্দান্ত লুক ক্রিয়েট করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক একরঙা সিল্কের শাড়ি স্টাইল করবেন কীভাবে-

রাশমিকার মতো আপনিও পরুন সিল্কের একরঙা শাড়ি

শাড়ির কুচি যেন সুন্দর হয়

একরঙা সিল্কের শাড়ি পরার সময়, কুচিগুলো সোজা ও পরিপাটি রাখার চেষ্টা করুন। এতে আপনাকে দুর্দান্ত দেখাবে। আসলে শাড়ির কুচি সুন্দরভাবে ম্যানেজ করতে না পারলে শাড়িতে দেখতেও সুন্দর লাগে না। তাই এ বিষয়টিতে বিশেষ খেয়াল রাখুন। একরঙা শাড়ির কুচিগুলো এলোমেলো হলে তা আপনার পুরো লুককে নষ্ট করে দিতে পারে।

রাশমিকার মতো আপনিও পরুন সিল্কের একরঙা শাড়ি

বাহারি ব্লাউজ পরুন

যেহেতু শাড়ি একরঙা, তাই ব্লাউজে ভিন্নতা রাখুন। একটু কারুকাজসম্পন্ন ব্লাউজ হলে আপনাকে বেশি আকর্ষণীয় লাগবে। বিশেষ করে আপনি যদি হাফ বা ফুল স্লিভ পরতে অভ্যস্ত হন, সেক্ষেত্রে ব্লাউজের দিকে বিশেষ নজর রাখতে হবে।

রাশমিকার মতো আপনিও পরুন সিল্কের একরঙা শাড়ি

অর্থাৎ বাহারি কাজ করা বা কন্ট্রাস্ট অ্যাম্ব্রোয়েডারি, সিকুয়েন্স বা কারচুপির কাজ করা এমন ব্লাউজ বেছে নিন। একরঙা শাড়ির সঙ্গে কনট্রাস্ট রঙের ব্লাউজ পরলেই বেশি আকর্ষণীয় দেখায়। উদাহরণস্বরূপ, গোলাপি শাড়ির সঙ্গে হালকা সোনালি বা ক্রিম রঙের ব্লাউজ পরলে তা একদম ভিন্ন একটি লুক তৈরি করবে।

রাশমিকার মতো আপনিও পরুন সিল্কের একরঙা শাড়ি

সঠিক গয়না বেছে নিন

একরঙা শাড়ির সঙ্গে সাদামাটা এক্সেসরিজ ভালো মানায়। এক্ষেত্রে হালকা পাতলা চুড়ি, কানের দুল, নেকলেস ব্যবহার করতে পারেন। তবে ভারী জুয়েলারি পরা থেকে বিরত থাকুন। সিল্ক শাড়ির সৌন্দর্যকে ঠিকভাবে উপস্থাপন করতে অক্সিডাইজ বা সিলভার এক্সেসরিজ নির্বাচন করতে পারেন।

রাশমিকার মতো আপনিও পরুন সিল্কের একরঙা শাড়ি

হালকা মেকআপ করুন

সিল্ক শাড়ির সঙ্গে ভারি নয় বরং হালকা সাজে আপনাকে বেশি সুন্দর দেখাবে। সিল্কের শাড়ির কোমল রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্লোয়ি ফিনিশ ফাউন্ডেশন, ন্যাচারাল আইশ্যাডো ও ন্যুড লিপস্টিক পরতে পারেন রাশমিকার মতো।

রাশমিকার মতো আপনিও পরুন সিল্কের একরঙা শাড়ি

চুল খোলা রাখুন বা বাঁধুন

আপনি যদি ক্লাসিক বা এলিগ্যান্ট লুক চান, তাহলে শাড়ির সঙ্গে খোলা চুলে স্টাইল করুন। অন্যদিকে আপনি যদি ফরমাল লুক চান, তাহলে চুল বাঁধতে পারেন, এতেও দুর্দান্ত দেখাবে।

জেএমএস/জিকেএস

Read Entire Article