রাশিয়া-ইউক্রেন সমঝোতার ‘গতি বাড়ছে’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে সম্ভাব্য সমঝোতা চুক্তির গতি বাড়ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সোমবার (১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, কূটনৈতিক প্রচেষ্টার গতি সাম্প্রতিক দিনগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং ওয়াশিংটন এ বিষয়ে খুবই আশাবাদী। খবর শাফাক নিউজের। লেভিট জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই সফরকে চলমান আলোচনার আগামী ধাপ হিসেবে বর্ণনা করেছেন তিনি। হোয়াইট হাউস বলছে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা কয়েক মাস ধরে চললেও গত সপ্তাহে তা আরও গতি পেয়েছে। এর অংশ হিসেবে গত রবিবার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। লেভিট জানান, ওই আলোচনা ছিল খুবই ফলপ্রসূ। রাশিয়ার সঙ্গে আলোচনার এই নতুন ধাপকে ওয়াশিংটন একটি সম্ভাব্য সমঝোতা চুক্তির দিকে অগ্রসর হওয়ার সুযোগ হিসেবে দেখছে। তবে যুদ্ধবিরতি কিংবা চূড়ান্ত চুক্তির সম্ভাব্য কাঠামো নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। উইটকফের মস্কো সফরে পুতিনের সঙ্গে প্রত্যক্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা

রাশিয়া-ইউক্রেন সমঝোতার ‘গতি বাড়ছে’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে সম্ভাব্য সমঝোতা চুক্তির গতি বাড়ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সোমবার (১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, কূটনৈতিক প্রচেষ্টার গতি সাম্প্রতিক দিনগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং ওয়াশিংটন এ বিষয়ে খুবই আশাবাদী। খবর শাফাক নিউজের।

লেভিট জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই সফরকে চলমান আলোচনার আগামী ধাপ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

হোয়াইট হাউস বলছে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা কয়েক মাস ধরে চললেও গত সপ্তাহে তা আরও গতি পেয়েছে। এর অংশ হিসেবে গত রবিবার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। লেভিট জানান, ওই আলোচনা ছিল খুবই ফলপ্রসূ।

রাশিয়ার সঙ্গে আলোচনার এই নতুন ধাপকে ওয়াশিংটন একটি সম্ভাব্য সমঝোতা চুক্তির দিকে অগ্রসর হওয়ার সুযোগ হিসেবে দেখছে। তবে যুদ্ধবিরতি কিংবা চূড়ান্ত চুক্তির সম্ভাব্য কাঠামো নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

উইটকফের মস্কো সফরে পুতিনের সঙ্গে প্রত্যক্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস আশা করছে, এ আলোচনা যুদ্ধের অবসান প্রক্রিয়াকে আগের যেকোনো সময়ের চেয়ে সামনে এগিয়ে নেবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow