রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপেইস্ক শহরে একটি সামরিক গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার মধ্যরাতের পর প্লাস্টমাস কারখানায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গভর্নর আলেক্সেই টেক্সলার জানান, আগুন এখন নিয়ন্ত্রণে এবং উদ্ধারকাজ শেষ হয়েছে।
তিনি বলেন, এটি ড্রোন হামলা নয়। নিরাপত্তা বিধি লঙ্ঘনের ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
রাশিয়ার তদন্ত কমিটিও জানিয়েছে, প্রযুক্তিগত প্রক্রিয়ার সময় নিরাপত্তা নিয়ম ভঙ্গের কারণেই বিস্ফোরণ ঘটেছে।
চেলিয়াবিনস্ক অঞ্চলটি রাশিয়ার দক্ষিণ ইউরাল এলাকায় অবস্থিত। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার দূরে এটির অবস্থান। প্লাস্টমাস কারখানাটি রোস্তেক করপোরেশনের অধীন টেকনোদিনামিকা গ্রুপের অংশ। সেখানে বিস্ফোরক ও গোলাবারুদ তৈরি হয়।
এর আগে, ১৭ অক্টোবর রোস্তেকেরই আরেকটি কারখানায় একই রকম বিস্ফোরণে ছয়জন আহত হন। সাম্প্রতিক কয়েক মাসে রাশিয়ায় সামরিক কারখানায় একাধিক দুর্ঘটনা ঘটায় শিল্প নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সূত্র : তাস, দ্য মস্কো টাইমস, বিবিসি

3 hours ago
5









English (US) ·