রাশিয়ায় পানিতে ডুবে চার ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু, সতর্কতা জারি

4 months ago 45

রাশিয়ায় পানিতে ডুবে চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর সতর্কতা জারি করেছে সেখানে অবস্থিত ভারতীয় দূতাবাস। এ বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, দুর্ভাগ্যবশত মাঝে মাঝেই পানিতে ডুবে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনা ঘটছে। এ বছর এমন ঘটনায় এখন পর্যন্ত চার ভারতীয় শিক্ষার্থী প্রাণ হারালো।

দূতাবাসের পক্ষ থেকে এ ধরনের মৃত্যুর একটি পরিসংখ্যানও প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ২০২৩ সালে দুইটি ও ২০২২ সালে এমন ছয়টি দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন>

এমন পরিস্থিতিতে রাশিয়ায় ভারতীয় শিক্ষার্থীদের সমুদ্রসৈকত, নদী, লেক ও পুকুরে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এর আগের দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত চার শিক্ষার্থীর মৃত্যুর কথা জানায়। তার ভলখভ নদীতে ডুবে মারা গেছেন।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সেন্ট পিটার্সবার্গে আমাদের কনস্যুলেট বিশ্ববিদ্যালয় ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

 

 

Read Entire Article