রাষ্ট্রদূত দাউদ আলীর সঙ্গে আজলিবের মতবিনিময় সভা

অ্যাসোসিয়েশন অব জাপানিজ ল্যাংগুয়েজ ইনস্টিটিউটস ইন বাংলাদেশের (আজলিব) উদ্যোগে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকার বনানীস্থ হোটেল সারিনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।  সভায় বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় শিক্ষা, জাপানি ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং জাপানে মানবসম্পদ প্রেরণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রদূত দাউদ আলী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জাপানি ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকার ওপর জোর দেন।  সভায় দেশের ১২০টি জাপানি ভাষা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। জাতীয় ও জনস্বার্থসংশ্লিষ্ট এই আয়োজনে অংশগ্রহণকারীরা বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও জোরদারে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত দাউদ আলীর সঙ্গে আজলিবের মতবিনিময় সভা

অ্যাসোসিয়েশন অব জাপানিজ ল্যাংগুয়েজ ইনস্টিটিউটস ইন বাংলাদেশের (আজলিব) উদ্যোগে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকার বনানীস্থ হোটেল সারিনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় শিক্ষা, জাপানি ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং জাপানে মানবসম্পদ প্রেরণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রদূত দাউদ আলী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জাপানি ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকার ওপর জোর দেন। 

সভায় দেশের ১২০টি জাপানি ভাষা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। জাতীয় ও জনস্বার্থসংশ্লিষ্ট এই আয়োজনে অংশগ্রহণকারীরা বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও জোরদারে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow