রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে বাসদের নেতা আটক

2 months ago 6
রংপুরের পীরগাছায় ফেসবুকে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ)  নেতা হিমাংশু বর্মন হৃদয়কে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) দুপুরে পীরগাছা বাজারস্থ নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, হিমাংশু বর্মন হৃদয় পীরগাছা বাজারের একজন বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন বাসদ এর পীরগাছা উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। বছর খানেক আগে তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন বলে জানা গেলেও কোনো পদে আছেন কি না এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।  সম্প্রতি তার ব্যবসা প্রতিষ্ঠান ‘কমলিনী জুয়েলার্স’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরকারবিরোধী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বিদ্বেষমূলক পোস্ট দেওয়া হচ্ছিল। অনেকে তার পোস্টগুলোর স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ জানিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিলেন। পরে শুক্রবার দুপুরে পীরগাছা থানা পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী কালবেলাকে জানান, তার বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগ রয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হবে।
Read Entire Article