রাসেলস ভাইপার ভেবে অজগরকে পিটিয়ে মারলো এলাকাবাসী

3 months ago 28

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিষাক্ত রাসেলস ভাইপার সাপ মনে করে একটি অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী।

শনিবার (২২ জুন) সন্ধ্যার দিকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার এলাকায় সাপটিকে পিটিয়ে মারে এলাকার লোকজন।

জানা যায়, এলাকাবাসী ভুলবশত সাপটিকে রাসেলস ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পিটিয়ে মারে। মূলত সাপটি একটি অজগর সাপের বাচ্চা ছিল, যা বিষাক্ত নয় এবং সাধারণত মানুষের জন্য বিপজ্জনক নয়।

গাইবান্ধা বন বিভাগের কর্মকর্তা এএইচএম শরিফুল ইসলাম মন্ডল জানান, এই ঘটনা প্রাণী ও পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতনতার অভাবে ঘটেছে। সঠিক তথ্য ও প্রশিক্ষণের মাধ্যমে এ ধরনের ভুল এড়ানো সম্ভব।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, এলাকার লোকজন আতঙ্কিত হয়ে রাসেলস ভাইপার ভেবে অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে। তিনি এই ঘটনার ব্যাপারে এলাকাবাসীকে আরও সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেন এবং প্রয়োজনে বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার সাহায্য নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জাতীয় হটলাইন নম্বরে যোগাযোগ করার কথা জানান এই কর্মকর্তা।

এফএ/এমএস

Read Entire Article