রাসেলস ভাইপার সন্দেহে সাপ মেরে আগুনে পুড়িয়ে দিলো গ্রামবাসী

3 months ago 44

দুদিনের ব্যবধানে সাতক্ষীরার কলারোয়ার একই গ্রামে রাসেলস ভাইপার সাদৃশ্য ফের আরেকটি সাপ পাওয়া গেছে। গ্রামবাসী এটিকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে মেরে মাটি চাপা দেয়।

উপজেলার চন্দনপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী চান্দুড়িয়া গ্রামে সাপটির সন্ধান মেলে।

শুক্রবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করে ওই গ্রামের ইশারুল নামের এক যুবক জানান, তিনি তার কবুতরের ঘরের পাশে বৃহস্পতিবার একটি ‘রাসেলস ভাইপার’ সাপ দেখতে পান। পরে লাঠি দিয়ে পিটিয়ে সাপটি মেরে ও পুড়িয়ে মাটিতে পুতে দেন।

আরও পড়ুন:

এর আগে একই গ্রামের একটি পুকুর পাড়ে রাসেলস ভাইপারের সন্ধান মেলে। পরে সেটিও মেরে ফেলা হয়।

চান্দুড়িয়া ছাড়াও গত কয়েক মাসের মধ্যে উপজেলার বড়ালি, হিজলদী ও চন্দনপুর পার্শ্ববর্তী ভবানীপুরে একাধিকবার কয়েকটি রাসেলস ভাইপার সাপের সন্ধান মিলেছে বলে স্থানীয়রা জানান। ওই গ্রামগুলো প্রত্যেকটি ভারত সীমান্ত সংলগ্ন।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/এমএস

Read Entire Article