রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

2 weeks ago 17

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আঞ্জুমান (৫৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর অংশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আঞ্জুমান মাদারীপুর জেলার আব্দুস সালাম মিয়ার স্ত্রী। তিনি সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ। তিনি বলেন, অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় এই নারীর মৃত্যু হয়েছে। গাড়িটি ধাক্কায় দিয়েই দ্রুত চলে গেছে। তাই গাড়ি কিংবা চালককে আটক করা সম্ভব হয়নি। আমরা মরদেহ উদ্ধার করেছি।

মো. আকাশ/এমআইএইচএস

Read Entire Article