রাস্তা পারাপারের সময় বিআরটিসির বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

3 months ago 34

রাজধানীর মতিঝিল থানা সংলগ্ন কমলাপুর মোড়ে রাস্তা পারাপারের সময় বিআরটিসির একটি বাসের ধাক্কায় রশনি পাল (৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীর দাদি রেখা বিশ্বাস জানান, মতিঝিল সরকারি মডেল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী রশনি। সকালের দিকে স্কুলে যাওয়ার সময় কমলাপুর মোড়ে রাস্তা পারাপারের সময় বিআরটিসির বাসের ধাক্কায় গুরুতর আহত হয় রশনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার পাটগাঁও গ্রামে। রশনির বাবার নাম পলাশ পাল। মুগদার মান্ডা এলাকায় পরিবারের সঙ্গে থাকতো ওই শিক্ষার্থী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এসএনআর/জিকেএস

Read Entire Article