রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক পেল নতুন ঠিকানা

অবশেষে জামালপুরের ইসলামপুর উপজেলার পৌরসভা মোশারফগঞ্জ বাজার এলাকা রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশুটি মা-বাবার স্নেহের ছায়া পেল। গত ৮ ডিসেম্বর সকালে পৌরসভার মোশারফগঞ্জ এলাকা থেকে স্থানীয় যুবক শাহজালাল ও তার মায়ের সহযোগিতায় নবজাতক কন্যাশিশুটিকে উদ্ধার করা হয়।  পরে ইসলামপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শিশুটির প্রয়োজনীয় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করার শেষে শাহজালাল নামে এক যুবকের পরিবারের কাছে সাময়িকভাবে লালনপালন করার দায়িত্ব দেওয়া হয়। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার প্রশাসন ও শিশু সুরক্ষা কর্মকর্তাসহ সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে তার নতুন মা-বাবার হাতে তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, মানবিক এ উদ্যোগের ফলে এক নিষ্পাপ শিশুর জীবন ও ভবিষ্যৎ নতুন আশায় আলোকিত হলো। তিনি আশা প্রকাশ করেন, শিশুটি নতুন পরিবারে স্নেহ, মমতা ও নিরাপত্তার মধ্য দিয়ে বেড়ে উঠবে। এ সময় উপস্থিত সবাই শিশুটির সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং নতুন পরি

রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক পেল নতুন ঠিকানা

অবশেষে জামালপুরের ইসলামপুর উপজেলার পৌরসভা মোশারফগঞ্জ বাজার এলাকা রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশুটি মা-বাবার স্নেহের ছায়া পেল।

গত ৮ ডিসেম্বর সকালে পৌরসভার মোশারফগঞ্জ এলাকা থেকে স্থানীয় যুবক শাহজালাল ও তার মায়ের সহযোগিতায় নবজাতক কন্যাশিশুটিকে উদ্ধার করা হয়। 

পরে ইসলামপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শিশুটির প্রয়োজনীয় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করার শেষে শাহজালাল নামে এক যুবকের পরিবারের কাছে সাময়িকভাবে লালনপালন করার দায়িত্ব দেওয়া হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার প্রশাসন ও শিশু সুরক্ষা কর্মকর্তাসহ সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে তার নতুন মা-বাবার হাতে তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, মানবিক এ উদ্যোগের ফলে এক নিষ্পাপ শিশুর জীবন ও ভবিষ্যৎ নতুন আশায় আলোকিত হলো। তিনি আশা প্রকাশ করেন, শিশুটি নতুন পরিবারে স্নেহ, মমতা ও নিরাপত্তার মধ্য দিয়ে বেড়ে উঠবে।

এ সময় উপস্থিত সবাই শিশুটির সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং নতুন পরিবারটির জন্য দোয়া করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow