রাস্তায় আঁকা গোলাম আযমের ছবি মুছে দিল দুর্বৃত্তরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপ-উপাচার্যের বুদ্ধিজীবীদের নিয়ে মন্তব্যের ঘটনায় রাস্তায় আঁকা যুদ্ধাপরাধে দণ্ডিত গোলাম আযমের প্রতিকৃতি ছবি কালো কালিতে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ওই প্রতিকৃতিগুলো কালো কালি দিয়ে ঢাকা দেখতে পান শিক্ষার্থীরা। রাতের আঁধারে দুর্বৃত্তরা এ কাজ করেছে। জানা গেছে, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে উপ-উপাচার্য (একাডেমিক) শামীম উদ্দিন খানের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ এবং তার পদত্যাগের দাবিতে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে বিকেলে প্রশাসনিক ভবনের সামনে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত গোলাম আযমের ছবি এবং উপ-উপাচার্যের প্রতিকৃতি আঁকেন শিক্ষার্থীরা।  প্রতিকৃতি অঙ্কনে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে উপ-উপাচার্যের বিরূপ মন্তব্যের প্রতিবাদ এবং তার পদত্যাগের দাবির প্রতীক হিসেবে এসব প্রতিকৃতি আঁকা হয়েছিল।’ এ বিষয়

রাস্তায় আঁকা গোলাম আযমের ছবি মুছে দিল দুর্বৃত্তরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপ-উপাচার্যের বুদ্ধিজীবীদের নিয়ে মন্তব্যের ঘটনায় রাস্তায় আঁকা যুদ্ধাপরাধে দণ্ডিত গোলাম আযমের প্রতিকৃতি ছবি কালো কালিতে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ওই প্রতিকৃতিগুলো কালো কালি দিয়ে ঢাকা দেখতে পান শিক্ষার্থীরা। রাতের আঁধারে দুর্বৃত্তরা এ কাজ করেছে।

জানা গেছে, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে উপ-উপাচার্য (একাডেমিক) শামীম উদ্দিন খানের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ এবং তার পদত্যাগের দাবিতে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে বিকেলে প্রশাসনিক ভবনের সামনে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত গোলাম আযমের ছবি এবং উপ-উপাচার্যের প্রতিকৃতি আঁকেন শিক্ষার্থীরা। 

প্রতিকৃতি অঙ্কনে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে উপ-উপাচার্যের বিরূপ মন্তব্যের প্রতিবাদ এবং তার পদত্যাগের দাবির প্রতীক হিসেবে এসব প্রতিকৃতি আঁকা হয়েছিল।’

এ বিষয়ে চাকসুর এজিএস ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান বলেন, ‘যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না, যারা গোলাম আযমের আদর্শকে ধারণ করে, তারা হয়তো কালি দিয়েছে। কারও কোনো ছবি বা প্রতিকৃতি পছন্দ না হয়, সে এ ছবির বিপরীতে আরেকটি আঁকতে পারে। প্রশাসনের উচিত এ বিষয়ে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘কারা প্রতিকৃতিগুলো কালো রঙে ঢেকে দিয়েছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow