রায় শুনে কাঠগড়ায় ঢলে পড়লেন আসামি, হাসপাতালে গেল প্রাণ

3 weeks ago 12
চট্টগ্রামের পটিয়ায় ২ বছরের কারাদণ্ডের রায় ঘোষণার পরই আজগর আলী নামে এক আসামি স্ট্রোক করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  সোমবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। আজগর আলী (৪০) পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন শফিকুল ইসলাম চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা। তার বাবার নাম ফজল আহমেদ। পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের জুনে পটিয়া থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার আসামি ছিলেন আজগর। মামলাটির তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দিলে বিচার কার্যক্রম শুরু করেন আদালত। পটিয়া আদালতে সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে সোমবার রায় ঘোষণার দিন ধার্য ছিল। এদিন আদালতে উপস্থিত ছিলেন আসামি। আদালত তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় শোনার পরপরই স্ট্রোক করেন তিনি। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, রায় ঘোষণার পর স্ট্রোক করেন আসামি আজগর আলী। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Read Entire Article