রায়ের মাধ্যমে জুলুম-নিপীড়নের অবসান হলো: জামায়াত আমির

3 months ago 51

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহালের রায় দেওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রায়ের মাধ্যমে জুলুম-নিপীড়নের অবসান হলো।

রোববার (১ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, সর্বোচ্চ আদালতের সর্বসম্মত রায়ের মাধ্যমে আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছি—আলহামদুলিল্লাহ। এই রায়ের মাধ্যমে আরও একটি জুলুম-নিপীড়নের অবসান হলো।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীন দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ‘রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ২০০৮’ অনুসরণ করেই নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। ২০০৮ সালের ৪ নভেম্বর নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার পর ২০০৯ সালের ২৫ জানুয়ারি একটি বিশেষ মহল জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে। ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট বিভক্ত রায়ের মাধ্যমে নিবন্ধন বাতিল করে। জামায়াত এরপর আপিল বিভাগে আপিল করে, যা আজ সর্বসম্মতভাবে মঞ্জুর হয় এবং নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, এই রায় আমাদের জন্য শুধু একটি আইনি বিজয় নয়, বরং ন্যায়বিচারের প্রতিষ্ঠা। আজকের রায়ের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে এবং আমরা আশাবাদী, এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতি একটি নতুন মাত্রা লাভ করবে।

তিনি দীর্ঘ এই আইনি লড়াইয়ে সহায়তাকারী বিজ্ঞ আইনজীবী, সুধীজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এএএম/এমআরএম/জেআইএম

Read Entire Article