রিকশা-ভ্যানচালকদের গামছা-ক্যাপ দিলেন মেহেরপুরের মেয়র

3 weeks ago 22

প্রায় দুই হাজার শ্রমজীবী, রিকশা-ভ্যানচালকদের মাঝে গামছা, ক্যাপ ও পানির বোতল বিতরণ করেছেন মেহেরপুর পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

মাহফুজুর রহমান রিটন বলেন, খুলে দেওয়া হয়েছে পৌর কমিউনিটি সেন্টার। সেখানে গিয়ে মানুষ বিশ্রাম নিতে পারবেন। থাকছে সুপেয় পানির ব্যবস্থাও।

মেয়র বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে মেহেরপুর পৌরসভাকে গ্রিন জোনে পরিণত করা হবে। সেই লক্ষে শহরে প্রচুর পরিমাণ গাছ লাগানো হবে শহরে। পৌরসভার মধ্যে ১০ হাজার বাড়ি রয়েছে প্রতিটি বাড়ির আঙিনা অথবা ছাদে গাছ লাগানোর ব্যবস্থা করা হবে। তাছাড়া পৌর এলাকায় ১০ হাজার বৃক্ষ রোপণ করা হবে বলেও জানান তিনি।

এ সময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন ও নারী কাউন্সিলর শারমিন আক্তারসহ পৌর কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/আরএইচ/জেআইএম

Read Entire Article