রিকশা হারিয়ে ফেলায় টাকার জন্য মালিকের চাপ, চালকের গলায় ফাঁস

রাজধানীর ভাটারা থানার ছোলমাইদ পূর্বপাড়া এলাকায় সাধু মিয়া (৩৭) নামে এক রিকশাচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার একটি বাসার তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন বলেন, সাধু মিয়ার রিকশাটি কয়েক দিন আগে হারিয়ে যায়। এরপর রিকশার মালিক জাকির মিয়া ক্ষতিপূরণের টাকা পরিশোধের জন্য তাকে চাপ দিতে থাকেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন সাধু মিয়া। হতাশা থেকেই তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের শ্যালিকা লাকি আক্তার বলেন, ‘রিকশা হারানোর পর থেকেই তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। মালিক টাকার জন্য চাপ দিতেন। ওই ঘটনার পর থেকেই তিনি চুপচাপ থাকতেন, ঠিকমতো কারও সঙ্গে কথা বলতেন না এবং কাজে যেতেন না। আজ সকালে নিজের ঘরে গিয়ে ফাঁস দেন।’ তিনি আরও জানান, সাধু মিয়ার বাড়ি শেরপুর সদর উপজেলার সোনকান্দা মিয়াবাড়ি গ্রামে। তার বাবার নাম মৃত আফসার মিয়া। ঢাকার ভ

রিকশা হারিয়ে ফেলায় টাকার জন্য মালিকের চাপ, চালকের গলায় ফাঁস

রাজধানীর ভাটারা থানার ছোলমাইদ পূর্বপাড়া এলাকায় সাধু মিয়া (৩৭) নামে এক রিকশাচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার একটি বাসার তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন বলেন, সাধু মিয়ার রিকশাটি কয়েক দিন আগে হারিয়ে যায়। এরপর রিকশার মালিক জাকির মিয়া ক্ষতিপূরণের টাকা পরিশোধের জন্য তাকে চাপ দিতে থাকেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন সাধু মিয়া। হতাশা থেকেই তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের শ্যালিকা লাকি আক্তার বলেন, ‘রিকশা হারানোর পর থেকেই তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। মালিক টাকার জন্য চাপ দিতেন। ওই ঘটনার পর থেকেই তিনি চুপচাপ থাকতেন, ঠিকমতো কারও সঙ্গে কথা বলতেন না এবং কাজে যেতেন না। আজ সকালে নিজের ঘরে গিয়ে ফাঁস দেন।’

তিনি আরও জানান, সাধু মিয়ার বাড়ি শেরপুর সদর উপজেলার সোনকান্দা মিয়াবাড়ি গ্রামে। তার বাবার নাম মৃত আফসার মিয়া। ঢাকার ভাটারার ছোলমাইদ এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন তিনি। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কাজী আল-আমিন/বিএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow