রিকশাচালকদের চাঁদা বন্ধের আশ্বাস আমিনুল হকের

রিকশা ও অটোরিকশাচালকদের কাছ থেকে কোনো চাঁদা আদায় হতে দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও দলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীতে রিকশাচালকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন। রিকশা ও অটোরিকশাচালকদের উদ্দেশে আমিনুল হক বলেন, গত ১৭ বছরে সিন্ডিকেটের মাধ্যমে আপনাদের চাঁদা দিতে হয়েছে। আজ থেকে কেউ আর কোনো চাঁদা দেবেন না। বিএনপি সরকার গঠন করলে সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। দলীয় কর্মীদেরও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার দলের কেউ চাঁদা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় অটোরিকশাচালকদের ট্রাফিক আইন মানার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, একটি দুর্ঘটনা একটি জীবন কেড়ে নিতে পারে। সবাই নিয়ম মেনে চালালে যানজটসহ অনেক সমস্যার সমাধান হবে।

রিকশাচালকদের চাঁদা বন্ধের আশ্বাস আমিনুল হকের

রিকশা ও অটোরিকশাচালকদের কাছ থেকে কোনো চাঁদা আদায় হতে দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও দলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীতে রিকশাচালকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন।

রিকশা ও অটোরিকশাচালকদের উদ্দেশে আমিনুল হক বলেন, গত ১৭ বছরে সিন্ডিকেটের মাধ্যমে আপনাদের চাঁদা দিতে হয়েছে। আজ থেকে কেউ আর কোনো চাঁদা দেবেন না। বিএনপি সরকার গঠন করলে সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।

দলীয় কর্মীদেরও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার দলের কেউ চাঁদা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় অটোরিকশাচালকদের ট্রাফিক আইন মানার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, একটি দুর্ঘটনা একটি জীবন কেড়ে নিতে পারে। সবাই নিয়ম মেনে চালালে যানজটসহ অনেক সমস্যার সমাধান হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow