রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

2 months ago 5

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বালুর মাঠ এলাকায় রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মোছা. মিথিলা আক্তার (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০জুন) রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী সাব্বির জানান, রাতের দিকে রিক্সায় করে আমরা বাসায় ফেরার পথে বালুর মাঠ এলাকায় রিকশার চাকার সঙ্গে অসাবধানতাবশত মিথিলার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি নাটোর সদরে। বর্তমানে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মদনপুর এলাকায় থাকতাম।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এএমএ

Read Entire Article