ক্যারিয়ারের অষ্টম ম্যাচে এসে প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন রায়ান রিকেলটন। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার অষ্টম ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকালেন তিনি। তারপরও জিকেবারহার সেন্ট জর্জেস পার্কে প্রথম দিনটা ভাগাভাগি করে নিয়েছে দুই দল দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কা। ৭ উইকেটে ২৬৯ রান তুলে দিন শেষ করেছে প্রোটিয়ারা।
টস জিতে ব্যাট করতে নেমে সকালের সেশনেই ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে টেম্বা বাভুমাকে নিয়ে ১৩৩ রানের জুটি গড়েন রিকেলটন। বাভুমা টানা তৃতীয় ইনিংসে পঞ্চাশোর্ধ (৭৮) রান করেন।
এরপর আবার ৯ রানের মধ্যে ২ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরে শ্রীলঙ্কা। ৫ উইকেটে ১৮৬ রানে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। ষষ্ঠ উইকেটে কাইল ভেরেনকে নিয়ে ৭৭ রান যোগ করেন দিনের নায়ক রিকেলটন।
দিনের শেষ ভাগে এসে জোড়া উইকেট নিয়ে আবারও লড়াই জমিয়ে তুলেছে শ্রীলঙ্কা। ব্যাটিং উপযোগী উইকেটে দক্ষিণ আফ্রিকাকে তিনশোর মধ্যে আটকে দেয়ার ভালো সুযোগ আছে তাদের। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে ৪৮ রানে অপরাজিত আছেন ভেরেন।
শ্রীলঙ্কার লাহিরু কুমারা ৩টি আর আসিথা ফার্নান্ডো নিয়েছেন দুটি উইকেট।
এমএমআর/এমএস