রিজওয়ানের সঙ্গে বিতর্ক, স্টাম্পে লাথি মেরে শাস্তি পেলেন ক্লাসেন

2 weeks ago 14

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৮১ রানে হেরে সিরিজ খোয়ায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের দেওয়া ৩৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা অলআউট হয় ২৪৮ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে একাই লড়াই করেন হেনরিখ ক্লাসেন।

ভালো খেললেও ওই ম্যাচে বিতর্কিত কাণ্ড ও আইন ভঙ্গ করে আইসিসির শাস্তি পেয়েছেন ক্লাসেন। প্রোটিয়া ব্যাটারকে একটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৬তম ওভারের শেষ বলে ক্লাসেনকে লক্ষ্য করে কিছু একটা বলতে দেখা যায় পাকিস্তানের পেসার হারিস রউফকে। ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন প্রোটিয়া ব্যাটার। এক পর্যায়ে বাবর আজম এসে পরিস্থিতি সামাল দেন।

এরপর ৪৪তম ওভারের প্রথম বলে নাসিম শাহকে উড়িয়ে মারতে গিয়ে ইরফান খানের হাতে ক্যাচ হন ক্লাসেন। ওই সময় ৯৭ রান নিয়ে খেলছিলেন তিনি। সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থেকে আউট হওয়াটা বোধহয় মেনে নিতে পারেননি ডানহাতি প্রোটিয়া ব্যাটার। রিজওয়ানের সঙ্গে ঝগড়ার ফলে তৈরি হওয়া রাগও ইন্ধন জুগিয়েছে তাকে।

দুই রাগের একত্র মিশেলে আউটের পর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি ক্লাসেন। গজরাতে গজরাতে লাথি মারেন স্টাম্পে। এই অপরাধের কারণে শেষ পর্যন্ত জরিমানা গুনতে হয় তাকে। আইসিসির আর্টিকেল ২.২ অনুযায়ী ক্লাসেনকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

ক্লাসেন শাস্তি মেনে নেওয়ায় এ বিষয় আর কোনো শুনানি প্রয়োজন হয়নি।

এমএইচ/এমএস

Read Entire Article