রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেসবুকে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ অভিযোগ দাখিল করা হয়।
আবেদনে বলা হয়েছে, বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ কাজী মো. আলাউদ্দীনের বিরুদ্ধে ‘আপন বাংলা’ নামের একটি অনলাইন নিউজ পোর্টাল এবং জামায়াতে ইসলামীর প্রার্থীর কর্মী-সমর্থকদের একাধিক ফেসবুক পেজ ও আইডি থেকে পরিকল্পিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব অপপ্রচার নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং এতে ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন।
শেখ এবাদুল ইসলাম অভিযোগে আরও উল্লেখ করেন, যাচাই-বিহীন এসব তথ্য প্রার্থীর সম্মান ও ভাবমূর্তির মারাত্মক ক্ষতি করছে এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ ব্যাহত করছে।
আবেদনে সংশ্লিষ্ট ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেসবুকে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ অভিযোগ দাখিল করা হয়।
আবেদনে বলা হয়েছে, বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ কাজী মো. আলাউদ্দীনের বিরুদ্ধে ‘আপন বাংলা’ নামের একটি অনলাইন নিউজ পোর্টাল এবং জামায়াতে ইসলামীর প্রার্থীর কর্মী-সমর্থকদের একাধিক ফেসবুক পেজ ও আইডি থেকে পরিকল্পিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব অপপ্রচার নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং এতে ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন।
শেখ এবাদুল ইসলাম অভিযোগে আরও উল্লেখ করেন, যাচাই-বিহীন এসব তথ্য প্রার্থীর সম্মান ও ভাবমূর্তির মারাত্মক ক্ষতি করছে এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ ব্যাহত করছে।
আবেদনে সংশ্লিষ্ট ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ এবং অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি নির্বাচন কমিশনের সোশ্যাল মিডিয়া এক্সপার্টদের কাছে পাঠানো হবে। পাশাপাশি অভিযোগের বিষয়টি নির্বাচন কমিশনারকেও অবগত করা হবে।