রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে ইউটার্ন, জামায়াত প্রার্থী মাজেদ বৈধ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান মাজেদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হলেও নির্বাচন কমিশনের নির্দেশনায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসে রিটার্নিং কর্মকর্তা নতুন করে বৈধতা দেন। রোববার (২ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ এমপিওভুক্ত কলেজে শিক্ষকতা পেশার সঙ্গে সম্পৃক্ত থাকায় প্রাথমিকভাবে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। তবে পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত লিখিত নির্দেশনায় বলা হয়, শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকলেও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আইনগত কোনো বাধা নেই। সে অনুযায়ী পুনর্বিবেচনা করে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, সিপিবি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এতে জেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান মাজেদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হলেও নির্বাচন কমিশনের নির্দেশনায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসে রিটার্নিং কর্মকর্তা নতুন করে বৈধতা দেন।
রোববার (২ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ এমপিওভুক্ত কলেজে শিক্ষকতা পেশার সঙ্গে সম্পৃক্ত থাকায় প্রাথমিকভাবে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। তবে পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত লিখিত নির্দেশনায় বলা হয়, শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকলেও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আইনগত কোনো বাধা নেই। সে অনুযায়ী পুনর্বিবেচনা করে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, সিপিবি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এতে জেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে প্রাথমিক যাচাইয়ে ১৬ জনের মনোনয়ন বাতিল এবং ২৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। জামায়াত প্রার্থী মাজেদের প্রার্থিতা পুনর্বহালের মাধ্যমে এ তালিকায় পরিবর্তন আসে।
নির্বাচন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়ন বৈধ ঘোষণার খবরে সুন্দরগঞ্জ আসনে নির্বাচনী সমীকরণে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
What's Your Reaction?