‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট স্থগিত

17 hours ago 5

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য আয়োজকরা গণমাধ্যমকে জানিয়েছেন।

বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট নিরাপত্তাজনিত কারণে অনিবার্যভাবে স্থগিত করা হয়েছে। সকল অংশগ্রহণকারী, দর্শক এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, তাই পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা খুব শিগগিরই নতুন তারিখ ও সময়সূচি ঘোষণা করব।’

কি কারণে একদিন আগে কেনো আলোচিত এ কনসার্টটি স্থগিত করা হলো সে প্রসঙ্গে দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

আগামীকাল (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে গাওয়ার কথা ছিল নগরবাউল জেমসের। পরিবেশনার তালিকায় ছিল চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল।

এমএমএফ/জিকেএস

Read Entire Article