রিমান্ড শেষে সাবেক এমপি ছানোয়ারসহ ৩ জন কারাগারে

1 day ago 5

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক ভাটারা থানা হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল ৫ আসন আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ার হোসেনসহ তিনজনকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার  (২০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

বাকিরা হলেন, আওয়ামী লীগ নেতা সাদেক ঢালী ওরফে সালাউদ্দিন সাদেক ঢালী ও বি. বাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু মুসা আনসারী। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক মো. ফরহাদ কালাম সুজন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করে কারাগারে পাঠান।  

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টা থেকে দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গতকাল ১৬ ফেব্রুয়ারি আদালত তাদের কারাগারে পাঠিয়ে ১৭ ফেব্রুয়ারি ৩ দিনের রিমান্ড দেয় আদালত। 

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর গত ৫ আগস্ট রাজধানীর ভাটারা থানাধীন বারিধারা এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন মিঠুন ফকির। পরে আসামিদের ছোড়া ছিটা গুলিতে আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা শেষে ১১ আগস্ট বাসায় ফেরেন। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর ভিক্টিম মিঠুন ফকির ৮৮ জনকে এজাহারনামীয় ও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে ভাটারা থানায় মামলা করেন। 

Read Entire Article