রিমালে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দেবে আওয়ামী লীগ

4 months ago 61

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপ-কমিটি। এ লক্ষ্যে শনিবার (১ জুন) সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট যাচ্ছেন কমিটির ১১ সদস্যের একটি টিম।

শুক্রবার (৩১ মে) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

আমিনুল ইসলাম আমিন বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। সাধারণ মানুষের যেকোনো দুর্দিনে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী পাশে ছিল, আছে এবং থাকবে। ঘূর্ণিঝড়ে শাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে খাবার সামগ্রী পৌঁছে দেবেন।

কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল ৩ টায় সাতক্ষীরা শ্যামনগর এবং রোববার (২ জুন) খুলনা ও বাগেরহাটের ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হবে।

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য গ্লোরিয়া সরকার ঝর্ণাসহ উপকমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

এসইউজে/এমএএইচ/এএসএম

Read Entire Article