রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি গ্রেফতার

2 hours ago 7

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি ছালামত আলীকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রিয়াজউদ্দিন বাজারের কর্ণফুলী টাওয়ারে নিজের অফিস থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশের একটি দল।

ছালামত আলী চট্টগ্রামের রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকার মৃত হাজি মুন্সি মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য।

ব্যবসায়ী নেতা ছালামত আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।

পুলিশ জানায়, সোমবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছালামত আলীকে গ্রেফতার করা হয়। গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউমার্কেট মোড়ে সমাবেশে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি ছালামত আলীকে গ্রেফতার করা হয়েছে। তিনি কোতোয়ালি থানায় দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি।

এমডিআইএইচ/এএমএ

Read Entire Article