রিয়াল ছেড়ে ফরাসি ক্লাবে যাচ্ছেন স্প্যানিশ তারকা
রিয়াল মাদ্রিদে জায়গা পাচ্ছিলেন না, মাত্র চার মিনিট খেলতে পেরেছেন এ মৌসুমে লা লিগার প্রথম দুই ম্যাচে। তাই নতুন চ্যালেঞ্জ খুঁজছেন লস ব্লাঙ্কোসদের স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবায়োস। ফরাসি জায়ান্ট মার্সেইয়ের সঙ্গে ব্যক্তিগত সমঝোতায় পৌঁছে গেছেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার। আর এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে ক্লাবের কোচ রবার্তো দে জেরবির প্রতিশ্রুতি।
স্প্যানিশ মিডফিল্ডারের জন্য অফার এসেছিল আরও কয়েকটি ক্লাব থেকে। তবে দে জেরবি তাকে মার্সেইয়ের মূল একাদশে জায়গা নিশ্চিত করেছেন, সামনে প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকাও দেখছেন সেবায়োসকে। সেই ভরসাতেই ফরাসি ক্লাবটিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছেন তিনি।