রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে রোমাঞ্চিত এমবাপে

4 months ago 54

বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ধরা হয় কিলিয়ান এমবাপেকে। অনেকটা প্রত্যাশিতভাবেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিলেন এই ফরাসি ফুটবলার। কোনো রকম ট্রান্সফার ফি ছাড়াই ফ্রিতে সাদা শিবিরে যুক্ত হয়েছেন তিনি।

আনুষ্ঠানিক ঘোষণার একদিন পরে ফ্রান্স জাতীয় দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক এমবাপে। অনুমিতভাবেই রিয়ালে আসা নিয়ে তাকে প্রশ্ন করতে থাকেন উপস্থিত সাংবাদিকরা।

এমবাপে প্রশ্নের উত্তরে বলেন, ‘সবাই জানতো এই তথ্যটা যে, আমি রিয়াল মাদ্রিদের হয়ে আগামী পাঁচ মৌসুম অন্তত খেলতে যাচ্ছি। আমি খুবই রোমাঞ্চিত এই ক্লাবে আসতে পেরে। আমি এখানে এসে সবার কাছে অনেক সম্মান পেয়েছি। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি, যারা আমাকে এখানে আসতে সাহায্য করেছে।’

এমবাপের সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। বাৎসরিক প্রায় ৩০ মিলিয়ন ইউরো বেতন পাবেন তিনি।

এমবাপে বলেন, ‘অনেক আবেগ কাজ করেছে আমার। কিন্তু সেগুলো খুবই যৌক্তিক। ফ্রান্সের অধিনায়ক হিসেবে আমার একটা দায়বদ্ধতা রয়েছে। আমি এই সম্পর্কিত আর কোনো প্রশ্নের উত্তর দিবো না। কেবলমাত্র ফ্রান্স দল নিয়েই উত্তর দিবো।’

কথা বলার এক পর্যায়ে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ দেন এমবাপে।

এমবাপে আরও বলেন, ‘যারা আমাকে অভিবাদন জানিয়ে বার্তা দিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। যদিও আমি সব দেখতে পারবো না। আমি রিয়াল মাদ্রিদের সবাইকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে ফ্লোরেন্তিনোকে, যিনি আমাকে প্রথম দিন থেকেই বিশ্বাস করে এসেছেন।’

আরআর/এমএইচ/

Read Entire Article