রিয়াল মাদ্রিদের কষ্টার্জিত জয়ের দিন বিধ্বস্ত লিভারপুল
রিয়াল মাদ্রিদের জার্সিতে কিলিয়ান এমবাপ্পে যেন একাই খেলেছেন। দলের চার গোলের সবকটিই করেছেন তিনি। এরপরও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে জয়টা আসেনি স্বস্তিতে। শেষদিকে প্রতিপক্ষের চোখ রাঙানিতে মনে হচ্ছিল ম্যাচে সমতা ফিরিয়েই ফেলবে গ্রিসের ক্লাবটি। তবে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ। দিনের আরেক ম্যাচে, ঘরের মাঠে পিএসভির কাছে বিধ্বস্ত হয়েছে লিভারপুল। ম্যাচের মাত্র ৮ মিনিটেই ২০ গজ দূর থেকে দারুণ এক শটে ফ্রান্সিসকো চিকিনিয়ো এগিয়ে নেন গ্রিসের ক্লাবটিকে। মাত্র ৭ মিনিটের ব্যবধানে ৩ গোল করে অলিম্পিয়াকোসকে উড়িয়ে দেওয়ার ইঙ্গিত দেন কিলিয়ান এমবাপ্পে। ৮ মিনিটে পিছিয়ে পড়ার পর এমবাপ্পের হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে গ্রিসের ক্লাবটির পক্ষে ইরানের ফরোয়ার্ড গোল করলে খেলা আবরও জমে উঠে। ৫৯ মিনিটে নিজের ও দলের চতুর্থ গোল করে আবারও ব্যবধান বাড়ান এমবাপ্পে। শেষের আগে হাল ছাড়েনি গ্রিসের ক্লাবটি। ৮১ মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে হেডে স্কোরলাইন ৪-৩ করেন মরক্কোর ফরোয়ার্ড এল কাবি। তবে শেষ পর্যন্ত আর ম্যাচে সমতা বা জেতা কোনোটাই হয়নি তাদের জন্য
রিয়াল মাদ্রিদের জার্সিতে কিলিয়ান এমবাপ্পে যেন একাই খেলেছেন। দলের চার গোলের সবকটিই করেছেন তিনি। এরপরও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে জয়টা আসেনি স্বস্তিতে। শেষদিকে প্রতিপক্ষের চোখ রাঙানিতে মনে হচ্ছিল ম্যাচে সমতা ফিরিয়েই ফেলবে গ্রিসের ক্লাবটি। তবে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ। দিনের আরেক ম্যাচে, ঘরের মাঠে পিএসভির কাছে বিধ্বস্ত হয়েছে লিভারপুল।
ম্যাচের মাত্র ৮ মিনিটেই ২০ গজ দূর থেকে দারুণ এক শটে ফ্রান্সিসকো চিকিনিয়ো এগিয়ে নেন গ্রিসের ক্লাবটিকে। মাত্র ৭ মিনিটের ব্যবধানে ৩ গোল করে অলিম্পিয়াকোসকে উড়িয়ে দেওয়ার ইঙ্গিত দেন কিলিয়ান এমবাপ্পে। ৮ মিনিটে পিছিয়ে পড়ার পর এমবাপ্পের হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে গ্রিসের ক্লাবটির পক্ষে ইরানের ফরোয়ার্ড গোল করলে খেলা আবরও জমে উঠে। ৫৯ মিনিটে নিজের ও দলের চতুর্থ গোল করে আবারও ব্যবধান বাড়ান এমবাপ্পে। শেষের আগে হাল ছাড়েনি গ্রিসের ক্লাবটি। ৮১ মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে হেডে স্কোরলাইন ৪-৩ করেন মরক্কোর ফরোয়ার্ড এল কাবি। তবে শেষ পর্যন্ত আর ম্যাচে সমতা বা জেতা কোনোটাই হয়নি তাদের জন্য।
এদিকে, দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে পিসএভির কাছে বিধ্বস্ত হয়েছে লিভারপুল। ডাচ ক্লাবটির বিপক্ষে ৪-১ গোলে হেরেছে অলরেডস খ্যাত লিভারপুল। এই হারে গ্রুপ পর্বেন পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে ১৩ তে আছে লিভারপুল। প্রিমিয়ার লিগে তাদের অবস্থান ১২।
What's Your Reaction?