রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চলে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির মুখোমুখি ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি।
এবারই প্রথম নিজের সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে খেলতে নেমেছিলেন রিয়াল তারকা কিলিয়ান এমবাপে। কিন্তু ব্যাপক টানাপোড়েনের জেরে ছেড়ে ক্লাবের সঙ্গে প্রথম দেখায় এমনভাবে বিধ্বস্ত হবেন, সেটি হয়তো কল্পনাও করতে পারেননি ফরাসি এই তারকা।
এমএইচ/